নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় এবার এগিয়ে এল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Reserve Bank of India-র Governor Shaktikanta Das বুধবার কোভিডের দ্বিতীয় ঢেউ (covid) যেভাবে ভারতের অর্থনীতিকে বিধ্বস্ত করছে, তা নিয়ে কথা বলছিলেন। মোট সংক্রমিতের সংখ্যা দেশ জুড়ে ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। 


গভর্নর বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যে vaccine তৈরি,  oxygen cylinder সরবরাহ এবং ventilator-ব্যবস্থার দিকে তাকিয়ে RBI ৫০ হাজার কোটি টাকার ব্যবস্থা করছে।


আরও পড়ুন: অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু গণহত্যার সমান অপরাধ : হাইকোর্ট


এ ছাড়াও তিনি যা বলেছেন, তার মোদ্দা কথা হল, গোটা কোভিড-পরিস্থিতির উপরই নজর রাখছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটা নিয়ন্ত্রণ করতে যত রকম ব্যবস্থা তাদের তরফে নেওয়া যায় তা তারা নেবে। কোভিড পরিস্থিতিতেও কী ভাবে ব্যবসাবাণিজ্য় চালু রেখে দেশের আয় অক্ষুণ্ণ রাখা যায়, তা তারা দেখবে। এরপর বর্ষা এলে চাষবাসেও কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটার সুযোগ তৈরি হবে। আরবিআই-য়ের তরফে অন্তত ২০০ জন বিভিন্ন জায়গায় লাগাতার কাজ করছেন। দুর্বল ক্ষেত্রগুলিকে চাঙ্গা করার জন্য  ব্যাঙ্কগুলো ইনসেনটিভ দেবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে আরবিআই কিছু কিছু সুবিধার কথা ঘোষণা করেছে। 


গভর্নরের বক্তব্যের পরে শেয়ার বাজার বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠেছে বলেই খবর।   


আরও পড়ুন: মহারাষ্ট্রের 'রিকভারি রেট' দেশের মধ্যে সব চেয়ে ভাল, মত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর