নিজস্ব প্রতিবেদন: ভারতে অনাবাসী বিবাহে প্রতারণা রুখতে কড়া আইন আনতে চলেছে নারী ও শিশুকল্যাণমন্ত্রক। এবার থেকে বিবাহের ৪৮ ঘণ্টার মধ্যে নথিভূক্ত করাতে হবে। তা না হলে পাসপোর্ট ও ভিসা বাজেয়াপ্ত করা হবে বা ভিসা ইস্যু করা হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বুধবার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী বলেন, ''৪৮ ঘণ্টার মধ্যে এনআরআই বিবাহ নথিভূক্ত করা বাধ্যতামূলক। নচেত্ পাসপোর্ট বা ভিসা দেওয়া হবে না।''


ভারতে স্ত্রীকে ছেড়ে অনাবাসী ভারতীয়দের চলে যাওয়ার ঘটনা ক্রমবর্ধমান। সাম্প্রতিককালে ৬টি লুকআউট নোটিস জারি করেছে বিদেশমন্ত্রক। সে প্রসঙ্গে মানেকা গান্ধী জানিয়েছেন, এই ধরনের ৬টি মামলায় জারি হয়েছে লুকআউট নোটিস। পাঁচটি ঘটনায় বাতিল করা হয়েছে পাসপোর্ট। এনিয়ে আগামী ১১ জুন বৈঠকে বিস্তারিত আলোচনার কথা।  


এরইসঙ্গে এনআরআই বিবাহের বিস্তারিত তথ্য তাঁর মন্ত্রকের কাছে পাঠানোর জন্য বিবাহ রেজিস্টারকে নির্দেশ দিয়েছেন মানেকা গান্ধী। উল্লেখ্য, পঞ্জাব ছাড়া ভারতের কোন প্রান্তেই অনাবাসী বিবাহ নথিভূক্তকরণের নির্দিষ্ট সময়সীমা নেই।   


আরও পড়ুন- শরদ যাদবের বেতন, ভাতা বন্ধ করল সুপ্রিম কোর্ট