শরদ যাদবের বেতন, ভাতা বন্ধ করল সুপ্রিম কোর্ট
হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জেডিইউ-র রাজ্যসভার সাংসদ রামচন্দ্রপ্রসাদ সিং।
নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কা খেলেন জনতা দল ইউনাইটেডের প্রাক্তন সভাপতি শরদ যাদব। সাংসদ হিসেবে তাঁর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগসুবিধার উপরে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ। তবে সরকারি আবাসনে থাকতে পারবেন তিনি।
Plea challenging Delhi HC order allowing Sharad Yadav to retain official residence: SC partially modified Delhi HC's order, says 'Sharad Yadav won't get salary, allowances & other facilities like air & rail ticket'. SC grants him relief till July 12. (file pic) pic.twitter.com/QwBOesBu5S
— ANI (@ANI) June 7, 2018