নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-সৌদি আরবের তেল-যুদ্ধের জেরেই বড় ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার। এক দশকে নজিরবিহীন পতন রিলায়্যান্স ইন্ডাস্ট্রির। দেশের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে রিলায়্যান্সের জামনগর এবং কৃষ্ণ গোদাবরী বেসিনে। এ দিন এক ধাক্কায় পতন হয় ১৩.৬৫ শতাংশ। রাষ্ট্রয়াত্ত তেল সংস্থা ওএনজিসির শেয়ার দরও পড়ে ১৩ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, নোভেল করোনাভাইরাসের হামলায় বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তেল আমদানির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। চাহিদা না থাকায় পড়তে থাকে অশোধিত তেলের দর। বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উত্পাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি। কিন্তু নন-ওপেক অর্থাত্ সহযোগী দেশগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তেলের দাম নিয়ে ঐক্যমতে আসতে গত শুক্রবার ওপেকের সঙ্গে সহযোগী দেশগুলি বৈঠকে বসে। শেষমেশ তা ভেস্তে যায়।


আরও পড়ুন- আইএসের ম্যাগাজিনে নিয়মিত লেখালিখি করতো দিল্লিতে ধৃত কাশ্মীরি দম্পতি


উত্পাদন না কমানোর সিদ্ধান্তে অনড় রাশিয়া। বাজার দখলের জন্য রাশিয়ার এই কৌশল ভেস্তে দিতে উত্পাদন বাড়ানো এবং দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকারি সংস্থা আরামকো। এর ফলে দ্রুত পতন শুরু হয় অশোধিত তেলের।