নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত ২৫ মার্চ দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে রেল। কিন্তু তার আগেই অনেকে সফরের জন্য টিকিট বুক করেছিলেন। সেইসব যাত্রীদের জন্য সুখবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ওড়িশায় ঘূর্ণাবর্ত, দার্জিলিং,কোচবিহার-সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, পশলা দক্ষিণে


রেলের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে যাঁরা টিকিট বুক করেছিলেন তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।  ওইসব ট্রেন বাতিল করেছিল রেল।


উল্লেখ্য, গত ১৪ এপ্রিল যাত্রীদের সমস্ত বুকিং ৩০ জুন পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল  রেল।  তবে পরে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক স্পেশাল ও বিশেষ ট্রেন চালু করে রেল। সেই ট্রেনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা লাখ লাখ মানুষ ঘরে ফিরেছেন।


আরও পড়ুন-রিজেন্ট পার্ক খুন : প্রেমিকাকে সরাতে কীভাবে বন্দুক বানানো শিখেছিল, পুলিসকে খোলসা করল ধৃত


এখনও পর্যন্ত ২১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত রেল যাত্রীদের টিকিট বাতিল বাবদ ১,৮৮৫ কোটি টাকা ফেরত দিয়েছে। ওইসব টিকিট অনলাইনে বুক করা হয়েছিল।  ওই টাকা যাত্রীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।