নিজস্ব প্রতিবেদন : রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৭০তম প্রজাতন্ত্র দিবস। অনেক দিক থেকেই অভিনব এই প্রজাতন্ত্র দিবসের  কুচকাওয়াজ। এবছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, পদ্মশ্রী ফেরালেন লেখিকা গীতা মেহতা


এই প্রথম রাজপথে প্রদর্শীত হচ্ছে আর্টিলারি গান M777 আর K9 বজ্র। আকাশ উড়ল বায়ো ফুয়েল চালিত AN32। উল্লেখ্য, এই প্রথম আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা অংশ নিলেন অনুষ্ঠানে। তবে আজকের অনুষ্ঠানের বড় চমক অবশ্যই নারীশক্তির জয়গান। অসম রাইফেলসের মহিলা বাহিনী অংশ নিয়েছে কুচকাওয়াজে। বাইক নিয়েও কসরত দেখান মহিলারা।




আরও পড়ুন, প্রণবের ভারতরত্ন ঘোষণার পর 'দাদা'কে কী বললেন মোদী? 


নয়াদিল্লিতে রাজপথে বর্ণময় কুচকাওয়াজের মধ্যে দিয়ে নিজেদের শৌর্য প্রদর্শন করে তিন বাহিনী। পাশাপাশি, প্রতিবারের মত এবারও সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গের ট্যাবলোতে এবার একদিকে যেমন ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, তেমনই ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একতা, সম্প্রীতির বার্তা তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে।


প্রজাতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



আরও পড়ুন, প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পাওয়ায় গর্বিত কংগ্রেস, প্রতিক্রিয়া রাহুলের