প্রণবের ভারতরত্ন ঘোষণার পর 'দাদা'কে কী বললেন মোদী?
Jan 25, 2019, 21:22 PM IST
1/5
ভারতরত্নপ্রাপক হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর টুইটারে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রশ্ন উঠছে, বাংলার ভোটকে লক্ষ্য রেখেই কি এই সিদ্ধান্ত?
2/5
নরেন্দ্র মোদী লিখেছেন,''প্রণব দা দারুণ রাজনীতিবিদ। কয়েকদশক ধরে দেশের জন্য নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন প্রণব তিনি। তাঁর মতো জ্ঞান ও বুদ্ধিমত্তা খুব কম লোকেরই আছে। তাঁকে ভারতরত্ন দেওয়ায় আমি খুশি''।
photos
TRENDING NOW
3/5
প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখকেও দেওয়া হচ্ছে ভারতরত্ন।
4/5
ভূপেন হাজারিকাকে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, গান ও সুরের জন্য সব প্রজন্মের কাছেই প্রিয় ভূপেন হাজারিকা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা থাকত তাঁর গানে। ভারতের ঐতিহ্যশালী সংগীতকে বিশ্বে জনপ্রিয় করেছিলেন তিনি।
5/5
নানাজিকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, দেশের গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নানাজি দেশমুখ। পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর সেবা, ত্যাগের প্রতীক তিনি। সত্যিকারের ভারতরত্ন তিনি।