জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। বুধবার এ প্রসঙ্গে কংগ্রেস নেতা, "বিরোধিতার অভিযোগে সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে। কে বা কারা অপমান করেছে এবং কীভাবে অপমান করেছে? সাংসদদেকর বের করে দেওয়া হয়েছে আমি সেই ভিডিয়ো করেছি, আর সেটা আমার ফোনে আছে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Jagdeep Dhankhar: 'অপমানিত' ধনখড়কে ফোন মোদীর, উপরাষ্ট্রপতির সমর্থনে সংসদে দাঁড়াবেন এনডিএ সাংসদরা


সদ্য সংসদে বেনজিরভাবে দেশের ১৪১ জন বিরোধী সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। রাহুল গান্ধী বলেন, "সংসদের বাইরে ১৫০ জন বিধায়ক বসে আছেন, কিন্তু সংসদে কোনও আলোচনাই হচ্ছে না। কংগ্রেস নেতার তোপ, ''আদানি নিয়ে কোনও আলোচনা হবে না, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা হবে না, রাফাল নিয়ে কোনও আলোচনা হবে না, আর সেটা নিয়ে মিডিয়াতেও কোনও আলোচনা নেই।'' 


প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতিকে নকল করার একটি ভিডিয়ো রাজনৈতিক ঝড় তুলেছে। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে বরখাস্ত হওয়া ১৪১ বিরোধী সাংসদের মধ্যে কল্যাণ রয়েছেন। মঙ্গলবার, নতুন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করার সময় শ্রীরামপুরের সাংসদ উপ-রাষ্ট্রপতিকে নকল করতে শুরু করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ-রাষ্ট্রপতির অঙ্গভঙ্গি অনুকরণ করায় অন্যান্য সাংসদদের হাসতে দেখা গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এর ভিডিয়ো করতে দেখা গিয়েছে।



আরও পড়ুন, Modi Mamata Meeting: 'মনোযোগ দিয়ে শুনেছেন, সময় বেঁধে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর', বললেন মমতা!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)