নিজস্ব প্রতিবেদন: কিছুদিন পরেই মহরম। তার আগেই উপত্যকায় বিভিন্ন জায়গায় কাশ্মীরের বিভিন্ন জায়গায় নতুন করে জারি করা হল কারফিউয়ের মতো বিধিনিষেধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ইসরোর চন্দ্রাভিযানে আমরা উজ্জীবিত, মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করতে চাই: নাসা


মহরমের জমায়েত থেকে যাতে কোনও হিংসার ছড়িয়ে না পড়ে সেকথা কথা মাথায় রেখেই ফের চালু করা হল ওই বিধিনিষেধ। শ্রীনগরের প্রধানকেন্দ্র লালচকে ও তার আসপাশের এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। সব ঢোকা ও বাইরের রাস্তায় কাঁটা তাদের বেড়া দেওয়া হয়েছে।



প্রায় একই অবস্থা উপত্যকার অন্যান্য অংশে। গোলমাল এড়াতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে প্রশাসন। তবে সেই গোলমাল মহরমের মিছিলকে ঘিরে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি প্রশাসনের তরফে। লোক চলাচলে বাধা দেওয়া হলেও অসুস্থদের ক্ষেত্রে ছাড় দিচ্ছে নিরাপত্তা বাহিনী।


আরও পড়ুন-পুজোর আগে কমছে ইলিশের দাম? কী বাণী শোনাচ্ছেন বিক্রেতারা?


গত ৫ সেপ্টেম্বর কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার বিধিনিষেধ আরোপ করা হয় উপত্যকাজুড়ে। সময় যত এগিয়েছে ততই ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। চালু হয় ফোন লাইন। এবার ফের কোনও জমায়েতের সম্ভাবনাকেই খাটো করে দেখতে রাজি নয় প্রশাসন।