পুজোর আগে কমছে ইলিশের দাম? কী বাণী শোনাচ্ছেন বিক্রেতারা?

Sep 08, 2019, 11:56 AM IST
1/8

বর্ষা বিদায় আসন্ন, কিন্তু ইলিশের রসনা মিটল না বাঙালির।

2/8

বাজারে গিয়ে ইলিশ দেখে কেনার জন্য হাত দিলেই, হাতে ছ্যাঁকা লাগছে!

3/8

ইলিশ কিনতে গিয়ে মুখভার আম জনতার। নিরাশ হয়ে ফিরতে হচ্ছে খালি হাতে।

4/8

বর্ষা চলে যাওয়ার সময় হয়ে এলেও ৮০০-৯০০ টাকার নীচে নামছে না ইলিশের দাম।

5/8

আর ১ কিলোর উপর হলে, ইলিশের দাম ছাড়াচ্ছে ১২০০ টাকা।

6/8

বৃষ্টির অভাব, তারপর আবহাওয়া খারাপে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, সবমিলিয়েই তৈরি হয়েছে ইলিশের আকাল।

7/8

এরপর আরও অভিযোগ, যেটুকা যা ইলিশ উঠছে, তা-ও আবার আটকে রাখছেন মজুতদাররা। পরে দাম বাড়িয়ে সেগুলি বাজারে ছাড়ছেন।

8/8

আর কিছুদিনের মধ্যেই পুজো চলে আসবে। ফলে অবস্থার আর বিশেষ কিছু পরিবর্তন হবে বলে আশ্বাস দিচ্ছেন না বিক্রেতারা।