বাজেটের প্রভাব পড়বে নির্বাচনে, কমিশনকে ভোটের দিন পরিবর্তনের দাবি জানাবে তৃণমূল
৫ রাজ্যের বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে বাজেট। তাই দিনক্ষণ নিয়ে ভাবনা চিন্তা করুক কমিশন। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে সপা, বসপা, JDU, RJD। তৃণমূলের পক্ষ থেকে আজ সকাল ১১টায় কমিশনে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, দীনেশ ত্রিবেদী। গতকালই ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। ৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট দিয়ে শুরু হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এতেই আপত্তি তৃণমূল সহ অন্য বিরোধীদের। রাজনৈতিক মহলের ধারণা, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা যে একাট্টা তা তুলে ধরতেই আজ কমিশনে যাচ্ছে তৃণমূল। আরও পড়ুন- উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষিত
ওয়েব ডেস্ক: ৫ রাজ্যের বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে বাজেট। তাই দিনক্ষণ নিয়ে ভাবনা চিন্তা করুক কমিশন। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে সপা, বসপা, JDU, RJD। তৃণমূলের পক্ষ থেকে আজ সকাল ১১টায় কমিশনে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, দীনেশ ত্রিবেদী। গতকালই ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। ৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট দিয়ে শুরু হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এতেই আপত্তি তৃণমূল সহ অন্য বিরোধীদের। রাজনৈতিক মহলের ধারণা, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা যে একাট্টা তা তুলে ধরতেই আজ কমিশনে যাচ্ছে তৃণমূল। আরও পড়ুন- উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষিত