নিজস্ব প্রতিবেদন: 'অখণ্ড ভারত' (Akhand Bharat) গড়ার লক্ষ্যে আরও একবার সুর চড়ালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-এর প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat)। হরিদ্বারের একটা অনুষ্ঠানে কার্যত 'অখণ্ড ভারত' (Akhand Bharat) গঠনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। ১০ থেকে ১৫ বছরের মধ্যে 'অখণ্ড ভারত'-এর স্বপ্নপূরণের লক্ষ্যমাত্রা স্থির করলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 কী বললেন মোহন ভগবত (Mohan Bhagwat)?


 রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-এর প্রধান জানান, শীঘ্রই ভারত তাঁর আগের অখণ্ড রূপ ফিরে পাবে। ২০ থেকে ২৫ বছরের মধ্যে দেশ সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তবে দেশের প্রতিটা মানুষ একটু বেশি সাহায্য করলে, ১০ থেকে ১৫ বছরের মধ্য়েও স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দর 'অখণ্ড ভারত' (Akhand Bharat)-এর স্বপ্ন পূরণ হতে পারে। 


'অখণ্ড ভারত' (Akhand Bharat) কী?


আজকে ভারত এক রাষ্ট্র। বলা হয়, আগে ভারতের আয়তন সুবিশাল ছিল। পাকিস্তান, বাংলাদেশ তো বটেই আফগানিস্তান, ভুটান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড-ও ভারতের অংশ ছিল। 


আরও পড়ুন: Lady Sriram College: বাম ছাত্র সংগঠনের আপত্তি, বাতিল বিজেপি মুখপাত্রের সেমিনার


আরও পড়ুন: Covid 19: রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, সংক্রমিত একই স্কুলের ছাত্র-শিক্ষক, বন্ধ ক্লাস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)