নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতেই ২১ পয়সা বাড়ল টাকার দাম। বুধবার সকালে ডলার সঙ্গে টাকার বিনিময়মূল্য দাঁড়ায় ৭৫.৩০ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসার ধাক্কা, মুখ্যমন্ত্রী স্বর্ণশিল্পে ছাড় দিলেও বউবাজারে বেকার ২০ হাজার


বাণিজ্য মহলের ধারণা, প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজের ঘোষণায় ব্যসায়ীদের মধ্যে উত্সাহ বেড়ছে। আজ সকালে ডলার ও রুপির এক্সচেঞ্জ রেট শুরু হয় ৭৫.৩১ টাকা দিয়ে। পরে তা গিয়ে দাঁড়ায় ৭৫.৩০ টাকায়। মঙ্গলবার রুপি ও ডলারের বিনিময় মূল্য ছিল ৭৫.৫১ টাকা।


উল্লেখ্য, তৃতীয় দফার দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। কিন্তু চতুর্থ দফার লকডাউন যে হবে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তা হবে একেবারে নতুন নিয়মে ভর করে। কারণ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অর্থনৈতিক কাজকর্ম শুরুর ওপরে জোর দিচ্ছেন।


আরও পড়ুন-করোনায় মৃত্যুর সংখ্যায় শীর্ষ মহারাষ্ট্র, দেখে নিন কোন রাজ্যে কোভিডের শিকার কতজন


এদিকে, মঙ্গলবারই প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের অর্থনীতিকে টেনে তোলার জন্য ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এ ব্যাপারের আজ বিস্তারিত বলবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।