করোনায় মৃত্যুর সংখ্যায় শীর্ষ মহারাষ্ট্র, দেখে নিন কোন রাজ্যে কোভিডের শিকার কতজন
এখনও পর্যন্ত গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণ কমার তেমন কোনও লক্ষণ নেই। তবে আক্রান্ত রোগী সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন-হুগলির ১১টি থানায় নেট ও কেবিল পরিষেবা বন্ধ, নির্দেশ কার্যকর ১৭ তারিখ পর্যন্ত
এখনও পর্যন্ত গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০। ছাড়া পেয়েছেন ২৪,৩৮৫ জন। মৃত্যুর সংখ্যা ২,৪১৫। সবেমিলিয়ে আক্রান্ত ৭৪,২৮১।
সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৪২৭। মৃত্যু হয়েছে ৯২১ জনের। তার পররেই রয়েছে গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি। কো-মরবিটির কারণেও মারা গিয়েছেন অনেকে।
দেখে নিন কোন রাজ্যে মৃত্যুর সংখ্যা কত
এদিকে, গতকালই করোনার কারণে বেহাল অর্থনীতিক চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে এই সংকট আমাদের আত্মনির্ভর হতে শেখাবে। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, লকডাউন ৪ হবে একেবারে নতুন নিয়মে। এ ব্যাপারে ১৮ মে-র আগেই নিয়মকানুন ঘোষণা করা হবে।