নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সাহায্য করল রাশিয়া। দেশে এল প্রথম দফার স্পুটনিক ভি টিকা (Sputnik V)। রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের দেড় লক্ষ ডোজ এসেছে হায়দরাবাদে। চলতি মাসে করোনার মোট ৩ টিকা ভারতে পৌঁছানোর কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে,অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অস্ত্রসম্ভারে নতুন সংযোজন স্পুটনিক ভি (Sputnik V)। এই তৃতীয় বিকল্প আসায় টিকাকরণ কর্মসূচির গতি আরও বাড়তে চলেছে। প্রথম দফায় এসেছে স্পুটনিক ভি (Sputnik V Vaccine) টিকার ১.৫ লক্ষ ডোজ। 



ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত এন কুদাসেভের বক্তব্য, কোভিড-১৯-র (COVID-19) বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের পাশে রাশিয়া। কার্যক্ষমতায় বিশ্বের অন্যতম সেরা টিকা স্পুটনিক ভি। করোনাভাইরাসের নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়েও তা সক্ষম। শীঘ্রই স্থানীয়স্তরে উৎপাদন শুরু হবে। ধীরে ধীরে উৎপাদন ক্ষমতা প্রতিবছর ৮৫০ মিলিয়ন ডোজে নিয়ে যাওয়া হবে।                    


অনেকের মতে, করোনার বিরুদ্ধে স্পুটনিক ভি-র (Sputnik V) কার্যকারিতা ফাইজার ও মডার্নার টিকার চেয়ে ৯০ শতাংশ বেশি। সে কারণে ওই টিকা নয়াদিল্লি আমদানি করে থাকতে পারে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, জুনের মধ্যে স্পুটনিক ভি-র ৫০ লক্ষ টিকা চলে আসবে ভারতে। জুলাইয়ের মধ্যে ১ কোটি ডোজ পাঠাবে রাশিয়া।  


গত ২৮ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই বৈঠকের পরই রাশিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে খবর। 


আরও পড়ুন- বেসরকারি হাসপাতালে জুলাইয়ের আগে Vaccine দেওয়া সম্ভব নয়, জানাল Serum