নিজস্ব প্রতিবেদন: দেশের গুরুত্বপূর্ণ দুই গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ বড়সড় রদবদল ঘটাল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভারতী ঘোষকে নিরাপত্তা দিতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত মহিলা পুলিস কর্মী


রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা ‘র এর প্রধান হিসেবে নিয়োগ করা হল আইপিএস অফিসার সামন্ত গোয়েলকে। পাশাপাশি কাশ্মীর বিশেষজ্ঞ হিসেবে পরিচিত অরবিন্দ কুমারকে আনা হল ইন্টিলিজেন্স ব্যুরো বা আইবি প্রধান পদে।



পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত। ওই হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই সামন্ত গোয়েল। পাশাপাশি ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকেও ভূমিকা ছিল পঞ্জাব ক্যাডারের অফিসার সামন্তের।


অন্যদিকে, দেশে নকশাল দমনে বিপাল অভিজ্ঞতা রয়েছে অরবিন্দ কুমারের। পাশাপাশি কাশ্মীর বিশেষজ্ঞ বলেও মনে করা হয় তাঁকে। তাঁকেই আনা হয়েছে আইবি-র ডিরেক্টর পদে।


আরও পড়ুন-‘ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য নাগরিকপঞ্জী নয়; দেশের নিরাপত্তার বিষয়’, বিরোধীদের তুলোধনা মোদীর


ওই ২ জনের নিয়োগ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বিশেষজ্ঞ কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কমিটির চেয়ারম্যান। দুই আইপিএস অফিসারই ১৯৮৪ সালের ব্যচের।


‘র এর প্রধান হিসেবে অনিল কুমারের জায়গায় এলেন সামন্ত গোয়েল। পঞ্জাবের জঙ্গি সমস্যা সামাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অনিল কুমার। আড়াই দশক পর তিনি অবসর নিয়েছেন।