‘ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য নাগরিকপঞ্জী নয়; দেশের নিরাপত্তার বিষয়’, বিরোধীদের তুলোধনা মোদীর

Jun 26, 2019, 15:42 PM IST
1/5

S 5

S 5

রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল নাগরিকপঞ্জী বিতর্ক। বুধবার নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন ১.২ লাখেরও বেশি মানুষ। এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা আঙুল তোলার আগেই সরব হলেন প্রধানমন্ত্রী মোদী। নাগরিকপঞ্জীর দায় কেন কংগ্রেস নেবে না কংগ্রেস? প্রশ্ন প্রধানমন্ত্রীর।

2/5

S 4

S 4

কংগ্রেসের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আপনারাতে দেশের সবকিছুর জন্যই কৃতিত্ব দাবি করেন। তাহলে নাগরিকপঞ্জী দায় কংগ্রেস নেবে না কেন?

3/5

S 3

S 3

প্রধানমন্ত্রীর যুক্তি, অসম চুক্তিতে নাগরিকপঞ্জীকে অন্তর্ভূক্ত করেছিলেন রাজীব গান্ধী। এর জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

4/5

S 2

S 2

সুপ্রিম কোর্টের নির্দেশেই আমরা নাগরিকপঞ্জী লাগু করেছি।

5/5

s 1

s 1

নাগরিকপঞ্জী ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য নয়। এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন।