``প্রধানমন্ত্রীর জন্য এই দেশ ভেঙে টুকরো হবে``, শিবসেনা নেতা Sanjay Raut-এর বিস্ফোরক মন্তব্য
``সরকারের কাছে এমনিতে টাকা নেই। কিন্তু নির্বাচন জেতার জন্য, রাজ্য সরকার ফেলে দেওয়ার জন্য টাকা আছে। দেশের এরকম পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাতে শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে সত্যিই প্রশংসা করা উচিত তাঁর। ``
নিজস্ব প্রতিবেদন- রাজ্যসভার সাংসদ ও শিবসেনার বর্ষিয়ান নেতা সঞ্জয় রাউত পার্টির মুখপত্র 'সামনা' তে একটি বিশেষ কলাম লিখেছেন। সেখানে তিনি দাবি করেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারগুলিকে অস্থির করে তুলেছে। এই অস্থিরতা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য। তিনি আরো দাবি করেছেন, এভাবে চলতে থাকলে রাশিয়ার মতোই ভেঙে যাবে ভারত। বিজেপি কিছুদিন আগে দাবি করেছিল, মহারাষ্ট্রের শিবসেনা সরকার শহীদ জওয়ানদের অসম্মান করেছে। সঞ্জয় রাউত নিজের লেখা কলামে বিজেপির সেই দাবি নস্যাত্ করেছেন।
সঞ্জয় রাউৎ নিজের কলামে লিখেছেন, ''সরকারের কাছে এমনিতে টাকা নেই। কিন্তু নির্বাচন জেতার জন্য, রাজ্য সরকার ফেলে দেওয়ার জন্য টাকা আছে। দেশের এরকম পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাতে শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে সত্যিই প্রশংসা করা উচিত তাঁর। প্রধানমন্ত্রী যদি দিনের পর দিন রাজ্য সরকারগুলিকে এভাবে অস্থির করে তোলেন, তাহলে খুব শিগগির রাশিয়ার মতো ভেঙে যাবে ভারত। রাজনৈতিক অহংকার বজায় রাখতে কেন্দ্র মুম্বইতে মেট্রোর কাজ বন্ধ করিয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য সাধারণ মানুষের ক্ষতি করছে কেন্দ্রের সরকার। এর ফলে যেভাবে রাশিয়াতে রাজ্য ভেঙে ছিল, সেভাবেই আমাদের দেশেও হবে।''
আরও পড়ুন- Britain ফেরত ২৭৯ জন নিখোঁজ! ভুয়া ফোন নম্বর, ঠিকানা দিয়ে বেপাত্তা, সংক্রমণের আশঙ্কা
চিনা দ্রব্য নিষিদ্ধ করার ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের তুলোধনা করেছেন শিবসেনা নেতা। তিনি লিখেছেন, ''২০২০ সালে চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। ওরা আমাদের জমিতে কব্জা করে নিল। কিন্তু আমরা চিনের সেনাকে তাড়াতে পারলাম না। উল্টে জাতীয়তাবাদের তাস খেলল কেন্দ্রীয় সরকার। চিনা পণ্য আমদানি বন্ধ করা হল। তার বদলে সরকার চিনের সেনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারত।'' যদিও রাউতের সেই কলম নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েনি বিজেপি। শিবসেনাকে সোনিয়া সেনা বলে আক্রমণ করা হয়েছে। গেরুয়া শিবির থেকে অবশ্য হুঙ্কার দেওয়া হয়েছে, কোনওমতেই দেশ ভাঙার কথা বরদাস্ত করা হবে না।