নিজস্ব প্রতিবেদন: মাথার উপর ছাদ। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না মধ্য়বিত্তের জীবনে। ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিও গ্রাহকদের এই আবেগ সম্বন্ধে সচেতন। এবার গৃহঋণের ক্ষেত্রে বড় ছাড়ের ঘোষণা করল এসবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন গৃহঋণের (home loan) জন্য গ্রাহকদের ক্ষেত্রে সুদের (interest rates) হার কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। আগামী ৩১ মার্চের মধ্যে এই ঋণ নিলে ৭০ বেসিস পয়েন্ট (bps)বা ০.৭ শতাংশ সুদের হার কম দিতে হবে গ্রাহকদের। এই সময়ের মধ্যে ঋণ নিলে লাগবে না 'প্রসেসিং ফি'-ও। 


আরও পড়ুন: ১ মিনিটেরও কম সময়ে ১৫টি push-ups, নাচলেনও রাহুল


এসবিআই (SBI) জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নিলে সুদের হার শুরু হবে ৬.৭ শতাংশ থেকে। ঋণের অঙ্ক ৭৫ লক্ষের বেশি হলে সেই হার শুরু হবে ৬.৭৫ শতাংশ হারে। এ ছাড়া এসবিআই-এর ইয়োনো (YONO) অ্যাপের মাধ্যমে আবেদন করলে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ কম লাগে। এর উপরে রয়েছে নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও।


আরও পড়ুন: 'ধর্ষিতাকে বিয়ে করবে? তা হলে জেল হবে না', ধর্ষককে প্রস্তাব Supreme Court-এর