স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯,৫০০ পদে নিয়োগ
এই মুহূর্তে দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে ব্যাঙ্কটির। এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশই `এন্ট্রি লেভেল`-এর।
নিজস্ব প্রতিবেদন: ৯,৫০০ পদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই-এর জুনিয়র অ্যাসিসট্যান্ট পদে ও সেলস ফাংশন বিভাগে এই নিয়োগ হতে চলেছে। বিগত পাঁচ বছরের নিরিখে এটিই হতে চলেছে এসবিআই-এর সর্ববৃহত্ নিয়োগ।
পাঁচ সহযোগী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়ার পর কর্মী ছাঁটাই ও স্বেচ্ছাবসর মিলিয়ে প্রায় ১০ হাজারের বেশী কর্মী সংখ্যা কমেছিল দেশের সর্ববৃহত্ জাতীয় ব্যাঙ্কটির। ফলে, এই মুহূর্তে দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে ব্যাঙ্কটির। এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশই 'এন্ট্রি লেভেল'-এর। ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ায় ব্যাঙ্কের প্রশাসনিক ক্ষেত্রে কর্মী চাহিদা কমলেও, সরাসরি গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কর্মীদের প্রয়োজনীয়তা বেড়েছে।
কীভাবে আবেদন করবেন?
bank.sbi/careers অথবা sbi.co.in/careers ওয়েবসাইটে নিয়োগের পদ্ধতি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন- মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন
নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য-
চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়া।
আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
এসবিআই ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার পাওয়া যাবে (সম্ভবত) ১ মার্চ'২০১৮।
এসবিআই ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে (সম্ভবত) মার্চ/এপ্রিল'২০১৮।
মেইন পরীক্ষার কল লেটার পাওয়া যাবে (সম্ভবত) ২৬ এপ্রিল'২০১৮।
মেইন পরীক্ষা হবে (সম্ভবত) ১২ মে'২০১৮।