নিজস্ব প্রতিবেদন: দেশের বিভিন্ন প্রান্তে এখনও আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। এদের চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এমননি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ৫ জুন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিশান কৌল ও বিচারপতি এম আর শাহরে বেঞ্চের তরফেও বলা হয়ে আদালত চায় ১৫ দিনে মধ্যে শ্রমিকের তাদের রাজ্যে ফেরানো হোক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাওবাদীদের অস্ত্র সরবরাহ করছে পুলিস কর্মীরা, গ্রেফতার সাব ইন্সপেক্টর


মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয়


রাজ্যে সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিক স্পেশালের ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। প্রসঙ্গত, ১ মে থেকে এরকম ৩০০ শ্রমিক স্পেশাল চালাচ্ছে রেল। তারপরেও এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন দেশের বিভিন্ন জায়গায়।


রাজ্য সরকারগুলিকে শ্রমিকদের জন্যে হেল্প ডেস্ক তৈরি করতে হবে যাতে তারা কাজ পায়।


ওইসব শ্রমিকরা যদি পুরোনো কাজের জায়গায় ফিরতে চায় তাহলে তাদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।


আরও পড়ুন-অজানা জন্তুর দেখা পেয়ে ভয়ে সিঁটিয়ে বীরভূমের পলসিটা গ্রাম


বাড়ি ফেরার তাগিদে যারা লকডাউনের বিধিনিষেধ ভেঙেছেন তাদের বিরুদ্ধে হওয়া এফআইআর তুলে নেওয়ার কথা বিবেচনা করতে হবে।


ঘরে ফেরার জন্য বহু শ্রমিক রেল স্টেশন বা বাস টার্মিনাসে ভিড় করেছিলেন। কোথাও বিক্ষোভও দেখিয়েছিলেন। তাদের বিরু্দ্ধে মামলা হয়েছে।


পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য প্রকল্প ঘোষণা করতে হবে।