নিজস্ব প্রতিবেদন: শিবাজি পার্কে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এমনটা জানানো হল শিবসেনার তরফে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, “প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হচ্ছে। অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হবে।” এনসিপির একাংশ বিধায়কদের নিয়ে রাতারাতি বিজেপির সরকার গড়ার পিছনে অমিত শাহের ভূমিকা থাকায়, তাঁকে ‘আধুনিক কৌটিল্য’ আখ্যা দিয়েছিল গেরুয়া শিবির। যদিও তিন দিন না কাটাতে কাটতে ‘কৌটিল্যের’ সব পরিকল্পনায় জল ঢেলে দেন মহারাষ্ট্রের ‘স্ট্রংম্যান’ শরদ পাওয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাষ্ট্রে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার পরও পিছু হটতে হয় বিজেপিকে। কার্যত ‘আত্মসমর্পণ’ করেন মহারাষ্ট্রের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ডেপুটি মুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পাওয়ারের ইস্তফা দেওয়ার পরপরই তিনিও রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসেন। এর পরেই যবনিকা পড়ে মহারাষ্ট্র নাটকের।



আরও পড়ুন- নতুন সাফল্য ইসরোর; সঙ্গে ১৩ মার্কিন উপগ্রহ, মহাকাশে পাড়ি দিল কার্টোস্যাট -৩


উল্লেখ্য, গত সপ্তাহে মহারাষ্ট্রে সরকার তৈরি নিয়ে বিবাদ পৌঁছয় সুপ্রিম কোর্টে। সব পক্ষকে নথি পেশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর পর সোমবার ৩ সদস্যের বিচারপতিদের বেঞ্চ জানায় মঙ্গলবারের মধ্যে আস্থা ভোট করাতে হবে। এর জন্য কোনও বাড়তি সময় দেওয়া যাবে না। ভোট হবে ‘ওপেন ব্যালটে’। সুপ্রিম কোর্টের রায় আসার পরই বিধায়কের সমর্থন জোগাড় করতে তোড়জোড় পড়ে গেরুয়া শিবিরের মধ্যে। তবে, শেষমেশ ব্যর্থ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।