নিজস্ব প্রতিবেদন: সূচক উঠল সেনসেক্সের, সঙ্গে দাম বাড়ল টাকার। মঙ্গলবার এক লাফে ৫২৯.৮২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। ৫২৯.৮২ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছাল ৪১,১২০ পয়েন্টে। প্রায় পাঁচ মাস পর নিফটির সূচকও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। এ দিনের শেষে ১৫৯.৩৫ পয়েন্ট বেড়ে নিফটির সূচক ছুঁল ১২,০৭৩.৭৫ পয়েন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেনসেক্সের সূচক উর্দ্ধমুখী হতেই দাম বাড়ল টাকার। নতুন দর অনুযায়ী, ১ মার্কিন ডলারে এখন ৭১.৬৬ টাকা। সোমবার দিনের শেষে ডলার প্রতি ভারতীয় টাকার মূল্য ছিল ৭১.৭২।


আরও পড়ুন: অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে নারাজ সুন্নি ওয়াকফ বোর্ড


এ দিন শুরু থেকেই আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ইনফোসিস, এশিয়ান পেইন্টস, টাটা স্টিল, সান ফার্মার মতো ব্যাঙ্কিং, মেটাল, ফার্মা, আইটি কোম্পানির শেয়ারের দর উর্দ্ধমুখী ছিল। এই সমস্ত শেয়ারের দর ১ শতাংশ থেকে ১.৬ শতাংশ হারে বাড়তে শুরু করে। অন্যদিকে শেয়ার দর প্রায় ১.৫ শতাংশ হারে কমেছে ভারতী এয়ারটেলের। বিশেষজ্ঞদের অনুমান, চিন ও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তির প্রভাবে বিশ্বব্যাপী শেয়ার বাজার কিছুটা চাঙ্গা হয়েছে।