নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর। তাদের বকেয়া ডিএ(DA)র ৩টি ইনস্টলমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি পেনশনভোগীরাও পাবেন ডিআর(DR)-এর ইনস্টলমেন্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-BJP-TMC সংঘর্ষে রণক্ষেত্র মেদিনীপুরের হাতিহলকা; আহত বহু, নামল RAF  


 এক লিখিত প্রশ্নের উত্তরে আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur) জানান, আটকে থাকা ডিএ(DA) পাবেন সরকারি কর্মীরা। আগামী জুলাই থেকে তা দেওয়া শুরু হবে।


মঙ্গলবার অনুরাগ ঠাকুর আরও জানান, ডিএ বৃদ্ধি বন্ধ থাকার ফলে সরকার ৩৭,০০০ কোটি টাকা বাঁচিয়েছে। ওই টাকা কোভিড মোকাবিলায় খরচ করা হয়েছে। এবার বকেয়া ৩ ডিএ ও ডিআর দেশের  ৬০ লাখ কর্মী ও ৫০ লাখ পেনশন ভোগীর মুখে হাসি ফোটাবে।


আরও  পড়ুন- রড, কাঠ, বাঁশ নিয়ে TMC কর্মীর উপর হামলা, কাঠগড়ায় BJP


বর্তমানে  কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ  ডিএ পেয়ে থাকেন। গত বছর তা ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। কিন্তু করোনার কারণে তা কার্যকর করা যায়নি। এবারে এবার জুলাই মাস থেকে বকেয়া ৩টি ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।