নিজস্ব প্রতিবেদন: তিন দিনের টানা লড়াই শেষ হল। বুধবার সকালে প্রয়াত হলেন কাঞ্চির শঙ্করাচা‌র্য জয়েন্দ্র সরস্বতী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয় শঙ্করাচা‌র্যের। জ্ঞান হারিয়ে তিনি মাটিতে পড়ে ‌যান। তাঁকে দ্রুত নিয়ে ‌যাওয়া হয় চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিক্যাল কলেজে। অবশেষে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে হার মানেন জয়েন্দ্র সরস্বতী(৮২)।


আরও পড়ুন-মুখোমুখি সংঘর্ষে জ্বলল দুটি লরি, স্টেয়ারিং হাতেই দগ্ধ হয়ে মৃত্যু ২ চালকের


আদি শঙ্করাচা‌র্য প্রতিষ্ঠিত কাঞ্চি কামাকোটি প্রীতমের ৬৯তম অধ্যক্ষ ছিলেন জয়েন্দ্র সরস্বতী। ১৯৫৪ সালে তিনি ওই দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে একবার বিতর্কেও জড়িয়েছিলেন জয়েন্দ্র সরস্বতী। ২০০৪ সালে মঠের এক অ্যাকাউন্টট্যান্ট খুনের ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে ‌যায়। তাঁকে গ্রেফতারও করা হয়। ২০১৬ সালে ওই মামলায় তাঁকে নির্দোষ বলে ঘোষণ করে আদালত।