ওয়েব  ডেস্ক : বিহার রাজনীতিতে ফের ভাঙনের মেঘ। নীতীশ কুমারের 'মহাজোট' ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্তে সহমত হতে পারেননি শরদ যাদব। জোট ভেঙে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তে কার্যত হতাশ জনতা দল ইউনাইটেডের বর্ষীয়ান নেতা। সূত্রের খবর, সেই কারণেই খুব শিগগিরই নতুন দল গঠন করতে চলেছেন তিনি। আরও খবর, নতুন দল গড়ে কংগ্রেসের নেতৃত্বাধীন UPA-র সঙ্গে যোগ দেবেন শরদ যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তেজস্বী ইস্যুতে লালুসঙ্গ ত্যাগ করে মহাজোট থেকে বেরিয়ে আসেন নীতীশ। কিন্তু 'বিহারিবাবু'-এই সিদ্ধান্ত যে তাঁর সম্মতিতে নেওয়া হয়নি, তা প্রকাশ্যেই জানান শরদ যাদব। এমনকী, মহাজোট ভেঙে পুনরায় বিজেপির সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্তে ব্যক্ত করেন অসন্তোষ। এই সিদ্ধান্ত বিহারের জন্য 'দুর্ভাগ্যজনক' বলেও মন্তব্য করেন তিনি।


এরপরই আজ সকালে শরদ যাদবের ঘনিষ্ঠ সহযোগী বিজয় বর্মা দাবি করেন, JD(U)-র রাজ্য সমিতির বিভিন্ন নেতানেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে শরদ যাদবের। একইসঙ্গে, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। ইঙ্গিত দেন, এই সপ্তাহেই JD(U) ভেঙে নতুন দল করার কথা ঘোষণা করতে পারেন শরদ যাদব।


আরও পড়ুন, নীতীশের সঙ্গী বদল 'দুর্ভাগ্যজনক', প্রত্যাশিতভাবে বেসুরে বাজলেন শরোদ