জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, লোকসভা থেকে সরে এসে রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি আশ্চর্যজনক পদক্ষেপে, ৭৭ বছর বয়সী গান্ধী এই মাসের শুরুতে জয়পুর থেকে তাঁর মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর আগে এই আসন থেকে নির্বাচিত ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনিয়া গান্ধী ২০০৬ সাল থেকে লোকসভায় রায়বেরেলি আসনের প্রতিনিধিত্ব করছেন। এমনকি ২০১৯ সালেও তিনি আসনটি জিতেছিলেন। যদিও সেই নির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্স সর্বকালের সবথেকে খারাপ ছিল।


আরও পড়ুন: Chandigarh Mayor Polls: '৮ বাতিল ভোটই AAP-এর পক্ষে!' পুনঃগণনার নির্দেশ শীর্ষ আদালতের


রাহুল গান্ধী সেই নির্বাচনে উত্তর প্রদেশের অন্য আসন আমেঠি, যা তাঁর পারিবারের জন্য সহজ আসন, বলে বিবেচিত, সেখান থেকে তিনি হেরেছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে।


আরও পড়ুন: Maratha reservation bill: লোকসভা নির্বাচনের আগেই বড় খবর! বিধানসভায় পাশ ১০% মারাঠা কোটা


সোনিয়া গান্ধীর এই পরিবর্তনকে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের ভার্চুয়াল স্বীকারোক্তি হিসেবে বিজেপি স্বাগত জানিয়েছে। যদিও এই ঘটনাকে কংগ্রেসের অন্দরে প্রজন্মের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


বিজেপির অমিত মালব্য এক্স-এ পোস্ট করে লিখেছিলেন, ‘আমেঠিতে কংগ্রেসের বিধ্বংসী পরাজয়ের পরে, রায়বেরেলি ছিল পরবর্তী। সোনিয়া গান্ধীর রাজ্যসভার আসন বেছে নেওয়ার সিদ্ধান্ত, একটি আসন্ন পরাজয়ের স্বীকার। গান্ধীরা এখন তাদের প্রতিটি কথিত দুর্গ পরিত্যাগ করেছে। ইউপিতে কংগ্রেস একটিও একটিও আসন পাবে না, এসপি ১১টি আসনের প্রস্তাব দেওয়া সত্ত্বেও’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)