নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে থাকতেই পঞ্চায়েত ভোটে বিরোধীদের বাধাদান নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বিজেপি যোগদানের পরই দাবি করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। একইসঙ্গে বললেন, 'দেশ ও দশের জন্য সাহসী পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখালেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা মুকুল রায়ের কথায়,'শোভন চট্টোপাধ্যায় ৩৪ বছর ধরে রাজনীতি করছেন। বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।'       



নতুন দলে যোগ দিয়ে পুরনো দলকে বিঁধেছেন শোভন চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তৃণমূল বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। সেই প্রসঙ্গই দলের অন্দরে তুলেছিলেন বলে দাবি করলেন শোভনবাবু। তিনি বলেন, 'তৃণমূলে যখন ছিলাম, একাধিক দায়িত্ব পালন করেছি। কেন পঞ্চায়েত ভোটে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল ও বিরোধীদের প্রার্থী হতে দেওয়া হয়নি, দলে সেই প্রশ্ন তুলেছিলাম। কোনও সুরাহা হয়নি।' 


শোভনবাবু আরও বলেন, 'মোদী ও শাহের নেতৃত্বে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে বিজেপি। তারপর দেশ ও দশের জন্য সাহসী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।' 


আরও পড়ুন- বেশিরভাগই দুর্নীতি-কাটমানি নেওয়ায় অভিযুক্ত, শোভন-অস্বস্তি ঢাকতে সাফাই দিলীপের