বেশিরভাগই দুর্নীতি-কাটমানি নেওয়ায় অভিযুক্ত, শোভন-অস্বস্তি ঢাকতে সাফাই দিলীপের
লোকসভা ভোটের আগে থেকে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে চলছিল জল্পনা।
নিজস্ব প্রতিবেদন: শোভন চট্টোপাধ্যায় যোগদান করে চলেছেন বিজেপিতে। তার আগে শোভনের নারদা-যোগের অভিযোগে অস্বস্তি পড়লেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'কাউকে আমরা ক্লিনচিট দিচ্ছি না। আদালত দোষী সাব্যস্ত করলেই তিনি দোষী। তখন ব্যবস্থা নেবে দল।'
লোকসভা ভোটের আগে থেকে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে চলছিল জল্পনা। নারদা ও সারদার মামলায় নাম রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। নিজেদের 'পার্টি উইথ ডিফারেন্স' বলে দাবি করে বিজেপি। অথচ দুর্নীতির অভিযুক্তদের দলে টানছে তারা? সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি ঢাকার মরিয়া চেষ্টা করলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,'পশ্চিম বাংলায় যা রাজনৈতিক পরিস্থিতি বেশিরভাগ লোকের নামেই কাটমানি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সবাই চোর বা দুর্নীতিগ্রস্ত। শোভনকে আমরা ক্লিনচিট দিচ্ছি না। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।'
কিন্তু নারদার ভিডিয়োতে শোভন চট্টোপাধ্যায়কে টাকা নিতে দেখা গিয়েছে? দিলীপের সাফাই, ছবি সত্য বা মিথ্যা নয়। সারদার টাকা নিয়েছে, অবিশ্বাস করি না। তবে কোর্ট সাজা না দিলে দোষী মানছি না।
শোভন চট্টোপাধ্যায় দলে যোগদান করলে বিজেপির লাভবান হবে বলে মত দিলীপের। বলেন, 'শোভনবাবুর যোগদান করালে লাভ হবে। ওনার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আরও পড়ুন- 'মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী', বিস্ফোরক দিলীপ ঘোষ, চাঁছাছোলা আক্রমণ রাহুলেরও