নিজস্ব প্রতিবেদন: বাবুল সুপ্রিয় এবং সৌমিত্র খাঁ। দুই বিজেপি সাংসদের সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ রাজ্য বিজেপি সভাপতি। সোমবার জেপি নাড্ডার সঙ্গে দেখা করে এই দুই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। দু'জনের সাম্প্রতিক বক্তব্য যে আদতে দলের ক্ষতি করছে, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সেই কথাই জানালেন রাজ্য সভাপতি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার বাবুল ও সৌমিত্রর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'যাঁর কিছু না ভেবে অনেক কথা বলছেন, তাঁরা দলের ক্ষতি করছেন। যে কথা বাইরে বলা উচিত নয়, তা বলা হচ্ছে। এর ফলে যাঁরা শৃঙ্খলাপরায়ন কর্মী, তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়টা আমি জানিয়েছি।' দলের মধ্যে থেকে যাঁরা একাজ করছেন তাঁদের কি শোকজ করা হবে? উত্তরে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরেই দিলীপ ঘোষ বলেন, 'এঁদের সঙ্গে কথা চলছে। বোঝানোর চেষ্টা হচ্ছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। না বুঝলে, তখন দেখা যাবে।'


আরও পড়ুন: লাদাখে ঢুকে Dalai Lama-র জন্মদিন পালনে বাধা! চিনা সেনার কীর্তিতে সীমান্তে নয়া উত্তেজনা


আরও পড়ুন: NEET UG EXAM 2021: অবশেষে নিট পরীক্ষার দিন ঘোষণা, কাল থেকে শুরু রেজিস্ট্রেশন


প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটারে তৃণমূলকে ফলো করা নিয়ে সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে৷ সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'কে কাকে ফলো করছে জানি না৷ আমি বিজেপিকে ফলো করি৷'  একুশের বিধানসভা ভোটে বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় তাঁর অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ বক্তব্য, 'আমি এখনও সভাপতি রয়েছি৷ দল যতদিন চাইবে থাকব৷'


সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়গুলি ছাড়াও ভোট পরবর্তী হিংসার মোকাবিলা এবং তৃণমূলের বিরুদ্ধে আরও কীভাবে আক্রমণ জোরদার করা যায়, তা নিয়েও জে পি নাড্ডার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ৷