NEET UG EXAM 2021: অবশেষে নিট পরীক্ষার দিন ঘোষণা, কাল থেকে শুরু রেজিস্ট্রেশন

 কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা নেওয়া হবে

Updated By: Jul 12, 2021, 07:17 PM IST
NEET UG EXAM 2021: অবশেষে নিট পরীক্ষার দিন ঘোষণা, কাল থেকে শুরু রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে নিট পরীক্ষার (NEET UG EXAM 2021) দিন ঘোষণা করল কেন্দ্র। চলতি বছরের ১২ই সেপ্টেম্বর হবে পরীক্ষা (NEET Exam Date)। আগামীকাল অর্থাৎ ১৩ই জুলাই বিকেল পাঁচটা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর ওয়েবসাইট https://ntaneet.nic.in এ রেজিস্ট্রেশন শুরু হবে। কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা নেওয়া হবে। সোমবার জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 

করোনা আবহে কবে হবে নিট পরীক্ষা (NEET 2021 Exam) সেই ঘোষণার অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। তবে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১লা অগাস্ট পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। সম্প্রতি এক সংবাদমাধ্যমে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (Naional Testing Agency) জানায়, ১লা অগাস্ট পরীক্ষার দিন বদলাতে পারে। খুব সম্ভবত সেপ্টেম্বরেই হবে পরীক্ষা। অবশেষে তাই হল। 

প্রসঙ্গত, গত বছরেও কোভিড আবহে পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরেই নেওয়া হয়েছিল। তবে এ ব্যপারে কোনো ভুয়ো নোটিশ নিয়ে বিভ্রান্তি ছড়াতে নিষেধ করেছেন তাঁরা। 

আরও পড়ুন:DRDO Recruitment 2021: ৭০ হাজারের উর্ধে বেতন, সঙ্গে DA, একাধিক শূন্যপদে নিয়োগ

আরও পড়ুন: Nasal Spray Covid Vaccine: প্রচলিত করোনা টিকার থেকে বেশি সুরক্ষা নাকের স্প্রেতে? তেমনই বলছে গবেষণা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
.