দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তি ভাঙচুর
কে বা কারা এমন ঘটনা ঘটালো, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্যাম্পাসের ভিতরে বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে(JNU) ভেঙে দেওয়া হল স্বামী বিবেকানন্দের মূর্তি। কে বা কারা এমন ঘটনা ঘটালো, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্যাম্পাসের ভিতরে বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তিটি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেটি ভেঙে দেয় একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ডিং করেছেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদসংস্থা এএনআই মূর্তির কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া কাপড়ে ঢেকে রাখা হয়েছে বিবেকানন্দের মূর্তি।
জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের কথায়, 'বিবেকানন্দের মূর্তি ভাঙাকে সমর্থন করি না। আমরা আলাপ-আলোচনার মধ্যে সমস্যার সমাধানে বিশ্বাসী। এটা জেএনইউ ছাত্ররা করেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনও ধরনের গুন্ডামিকে সমর্থন করে না। তবে আন্দোলনকে বিপথগামী করতে নানা ধরনের অপপ্রচার চলছে।''
হস্টেল ফি কমানো-সহ একাধিক দাবিতে আন্দোলন করছিলেন জেএনইউ-র পড়ুয়ারা। তাঁদের আন্দোলনে ফি কমাতে বাধ্য হয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।