ওয়েব ডেস্ক: "একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হলে, আরেক জন কেন আইন কলেজের সভাপতি হতে পারবে না?"-এই 'জনপ্রিয়' বক্তৃতা দিয়েই মাত করেছেন তিনি। বছর চব্বিশের পবন দাস বৈষ্ণব আসলে একটা চায়ের দোকান চালান উদয়পুরের ফতে সাগর লেকের পাশেই। কিন্তু এটুকু বললে তাঁর সম্পর্কে কিছুই বলা হয়ে ওঠে না। তিনি আসলে তাঁরই কলেজের (আইন কলেজ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থীও।


আরও পড়ুন- শর্মিলার পথেই এবার অনশনে আরামবাম রোবিতা


পবনের জীবনের অনুপ্রেরণা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইন-এর ডিগ্রির শেষ বর্ষের ছাত্র পবন জানিয়ে দিয়েছেন যে 'চা বিক্রেতা' পরিচয় তাঁর কাছে মোটেই লজ্জার নয়। বরং এই পরিচয়কে সম্মান জানিয়েই তিনি তার রাজনৈতিক ভবিষ্যত প্রস্তুত করতে চান। যার প্রথম পদক্ষেপ তাঁর কলেজের ছাত্র সংসদের নির্বাচনে লড়া।


আরও পড়ুন- লাল সিগনালে আটকে গেল রেল বাজেট