শর্মিলার পথেই এবার অনশনে আরামবাম রোবিতা
তোমার হল শুরু, আমার হল সারা। সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)-এর বিরুদ্ধে সুদীর্ঘ ১৬ বছরের অনশন ভেঙে সবেমাত্র জীবনের মূলস্রোতে ফেরার পথে ইরম শর্মিলা চানু। আর, এবার সেই একই দাবিতে অনশনে বসতে চলেছেন আরেক মণিপুরি মহিলা, নাম- আরামবাম রোবিতা।
ওয়েব ডেস্ক: তোমার হল শুরু, আমার হল সারা। সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)-এর বিরুদ্ধে সুদীর্ঘ ১৬ বছরের অনশন ভেঙে সবেমাত্র জীবনের মূলস্রোতে ফেরার পথে ইরম শর্মিলা চানু। আর, এবার সেই একই দাবিতে অনশনে বসতে চলেছেন আরেক মণিপুরি মহিলা, নাম- আরামবাম রোবিতা।
আরও পড়ুন- "আমি মুখ্যমন্ত্রী হয়ে আফস্পা প্রত্যাহার করতে চাই" লৌহ মানবীর হুঙ্কার
দুই সন্তানের জননী, বছর বত্রিশের আরামবাম জানিয়েছেন ইম্ফলের একটি কমিউনিটি হলে তিনি অনশনে বসবেন। আরামবামের চোখে শর্মিলা চানু অত্যন্ত শ্রদ্ধার পাত্রী এবং তিনি চান শর্মিলার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। আর সেকারণেই তিনি দৃঢ় সঙ্কল্প তাঁর অনশনের ব্যাপারে।
আরও পড়ুন- শর্মিলা, ভালবেসে ভোটে লড়ুন, আপনার জয় হোক
কিন্তু, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও নিকট পরিজনেরা আরামবাম রোবিতাকে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসতে বারণ করছেন। কারণ, আরামবামের দুই শিশু কন্যা সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে।