নিজস্ব প্রতিবেদন : স্যানিটারি ন্যাপকিনকে জিএসটি মুক্ত করা হোক, বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে এমন দাবি উঠছে। সম্প্রতি স্যানিটারি ন্যাপকিন থেকে জিএসটি তুলে নেওয়ার দাবিতে মুখ খুলেছেন অভিনেত্রী কাল্কি কোচেইন। এবার স্যানিটারি ন্যাপকিনকে জিএসটি মুক্ত করার দাবিতে এক অভিনব প্রতিবাদের সম্মুখীন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১০০০টি স্যানিটারি ন্যাপকিন পাঠানোর সিদ্ধান্ত নিল গোয়ালিয়রের একদল পড়ুয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বর্তমানে স্যানিটারি ন্যাপকিনের উপর ১২ শতাংশ হারে জিএসটি ধার্য হয়। এর বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করেছেন গোয়ালিয়রের একদল পড়ুয়া। তাঁদের দাবি, অবিলম্বে স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে জিএসটি তুলে নিতে হবে। স্যানিটারি ন্যাপকিনের মত অতি প্রয়োজনীয় একটি জিনিসকে করমুক্ত করতে হবে। কোনও প্ল্যাকার্ড বা ফেস্টুন নয়, স্যানিটারি ন্যাপকিনের উপর লিখেই এই প্রচার অভিযান শুরু করে পড়ুয়ারা। ঋতুচক্রের পরিচ্ছন্নতায় স্যানিটারি ন্যাপকিন কতটা জরুরি সেই বিষয়ে নিজেদের মতামত জানাতে বলা হয় মহিলাদের।



৪ জানুয়ারি থেকে এই প্রচার কর্মসূচি শুরু হয়। প্রথম দিকে কেউ কেউ ভুরু কুঁচকালেও, সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির ব্যাপক সাড়া মেলে। অনেকেই তাঁদের নিজেদের বক্তব্য স্যানিটারি ন্যাপকিনের উপর লিখে পাঠাতে শুরু করেন। এরপরই পড়ুয়ার দল সিদ্ধান্ত নেয় যে, সংগৃহীত স্যানিটারি ন্যাপকিনের সংখ্যা ১০০০ ছুঁলে, দাবি সম্বলিত সেই ১০০০টি ন্যাপকিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো হবে।


পড়তে ভুলবেন না, দূরপাল্লার ট্রেনে এই অত্যাধুনিক পরিষেবা জারি রাখতে ৪২ কোটি টাকার ঘুঁটে কিনবে ভারতীয় রেল


৩ মার্চের মধ্যেই ১০০০টি এরকম স্যানিটারি ন্যাপকিন মোদীকে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে গোয়ালিয়রের পড়ুয়ার দল। তবে তাঁদের এই দাবি ও প্রচার কর্মসূচি যে শুধুমাত্র গোয়ালিয়রের মেয়ে-মহিলাদের জন্য নয়, গোটা 'নারী জাতির স্বার্থে'ই সেকথাও স্পষ্ট করে জানিয়েছেন তাঁরা।