ওয়েব ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কে পি এস গিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বহুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন গিল। কিডনি দুটি কার্যত বিকল হয়ে গিয়েছিল। সেইসঙ্গে এসকেমিক হার্ট ডিসিজও ছিল। ১৮ মে থেকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আজ বেলা ৩টে নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন পঞ্জাব পুলিসের প্রধানকে 'সুপার কপ'ও বলা হয়ে থাকে। পাক সীমান্তবর্তী রাজ্য পঞ্জাব থেকে সন্ত্রাস দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কে পি এস গিল। দু' দফায় মোট ৬ বছর (১৯৮৮-১৯৯০, ১৯৯১-১৯৯৫) পঞ্জাব পুলিশ প্রধানের দায়িত্ব সামলেছিলেন তিনি।


আরও পড়ুন, চিনকে আটকাতে ৩০,০০০ টন ইস্পাত দিয়ে তৈরি হল ভারতের দীর্ঘতম ব্রিজ