ওয়েব ডেস্ক: সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তার বিরুদ্ধেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। বুঝছেন দেশের অবস্থা? আপনি হয়তো ভাবছেন কোন বিষয়ে? কী জন্যে? কার বিরুদ্ধে? কয়লা কেলেঙ্কারিতে প্রাক্তন সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার ভুমিকা নিয়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিশেষ জুডিশিয়াল প্যানেলের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ দিল বিচারপতি এম বি লোকুর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রজাতন্ত্র দিবসের ড্রেস রিহার্সালে যানজটের ফাঁসে রাজধানী


আদালত এই বিষয়ে মন্তব্য করেছে, রঞ্জিত সিনহার বিরুদ্ধে সিবিআই অধিকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। এর তদন্ত হওয়া অবশ্যই উচিত। সিবিআইয়ের বর্তমান অধিকর্তাকে SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।


আরও পড়ুন  হিরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে নামল এনআইএ