জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য। ২০১৭ সালের আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট বিজয় মাল্যকে চার মাসের কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্ট বিজয় মাল্যকে চার সপ্তাহের মধ্যে সুদ সহ টাকা জমা দিতে বলেছে। অন্যথায় তাঁর সম্পত্তি সংযুক্ত করা হবে বলেও জানানো হয়েছে। 


বিজয় মাল্যর বিরুদ্ধে কিংফিশার এয়ারলাইন সংক্রান্ত ৯,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ মাল্যর সাজার রায় ঘোষণা করেন।


বিচারপতি ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি পি.এস. নরসিমা ১০ মার্চ মামলায় সাজার পরিমাণ নির্ধারণের বিষয়ে তাদের আদেশ সংরক্ষণ করেন। পর্যবেক্ষণে তাঁরা বলেন মাল্যর বিরুদ্ধে বিচারে কোনও অগ্রগতি সম্ভব নয়।


আরও পড়ুন: 'অফিসারদের ফাঁসাও, মুখ্যমন্ত্রী করে দেব!'


মাল্যকে ২০১৭ সালের অবমাননার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তার প্রস্তাবিত সাজা নির্ধারণের জন্য বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছিল। শীর্ষ আদালত ২০১৭ সালের রায়ের পুনর্বিবেচনার জন্য ২০২০ সালে মাল্যর দায়ের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছিল। আদালত তাকে আদালতের আদেশ অমান্য করে তার সন্তানদের অ্যাকাউন্টে ৪০ মিলিয়ন ডলার পাঠানোর জন্য অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App