'অফিসারদের ফাঁসাও, মুখ্যমন্ত্রী করে দেব!'

রাজ্য বিজেপির মুখপাত্র সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ওই ব্যবসায়ীকে দিয়ে এই অভিযোগ করিয়েছেন নিজের সুবিধার জন্য। এই অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও অভিযোগ করেন শ্রীবাস্তব। 

Updated By: Jul 11, 2022, 11:29 AM IST
'অফিসারদের ফাঁসাও, মুখ্যমন্ত্রী করে দেব!'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়লা ও পরিবহন ব্যবসায়ী সূর্যকান্ত তিওয়ারি বিস্ফোরক দাবি করেছেন। আয়কর বিভাগের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ রাজ্যের সরকার ফেলে দেওয়ার জন্য আয়কর দফতরের আধিকারিকরা তাঁকে ছত্তিসগড়ের কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগের মিথ্যে অভিযোগ তুলতে বলেন। এর বদলে তাঁকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়। 

ওই ব্যবসায়ীর বাড়িতে সম্প্রতি ছত্তিশগড়ের আয়কর বিভাগ অনুসন্ধান চালায়। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী বিজেপি এবং শাসক কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায়, তিওয়ারি অভিযোগ করেন তিনি মিথ্যা বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক সরকারী কর্মীকে জড়াতে অস্বীকার করেন। তাঁর আরও অভিযোগ এরপরেই তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়।

তাঁর দাবি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পোস্টেড ডেপুটি সেক্রেটারি সৌম্যা চৌরাসিয়ার বিরুদ্ধে অভিযোগ করার জন্য চাপ দেয় আয়কর বিভাগ। তাঁর আরও অভিযোগ তাঁর সঙ্গে যে কংগ্রেস বিধায়করা থাকবেন তাদেরকে বিজেপি সাহায্য করবে বলেও দাবি করে তাঁরা। 

আরও পড়ুন: Vice Presidential election 2022: উপরাষ্ট্রপতি নির্বাচন, কে হবেন বিরোধী প্রার্থী; সিদ্ধান্ত নিতে বৈঠকে বিরোধীরা

রাজ্য বিজেপির মুখপাত্র সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ওই ব্যবসায়ীকে দিয়ে এই অভিযোগ করিয়েছেন নিজের সুবিধার জন্য। এই অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও অভিযোগ করেন শ্রীবাস্তব। 

কংগ্রেসের মুখপাত্রের দাবি কয়লা ব্যবসাতির অভিযোগের ভিত্তিতে বোঝা যাচ্ছে কীভাবে বিজেপি রাজ্যের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।   

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.