নিজস্ব প্রতিবেদন : দীপাবলিতে পড়শি দেশের বাসিন্দাদের জন্য দরাজহস্ত সুষমা। ভারতে চিকিত্সা করাতে আসার জন্য ভিসার আবেদন করেছেন এমন সব পাক নাগরিকদের ভিসা মঞ্জুর করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী জানিয়েছেন, সমস্ত আবেদন খতিয়ে দেখে যথাযথ আবেদনকারীদের ভিসা অবিলম্বে মঞ্জুর করা হবে। যাতে তাঁরা ভারতে এসে চিকিত্সা করাতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, আমনা শামিন নামে এক পাক মহিলা ভারতে আসার জন্য ভিসার আবেদন করেন। এই মুহূর্তে চিকিত্সার জন্য দিল্লিতে রয়েছেন আমনা শামিনের বাবা। ভিসার আবেদনের প্রেক্ষিতে স্বরাজ শামিনকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। একইসঙ্গে আশ্বাস দেন, তাঁর ভিসার আবেদন মঞ্জুর করে দেওয়া হবে।


বুধবারও পাঁচজন পাক নাগরিকের মেডিক্যাল ভিসা মঞ্জুর করেন সুষমা স্বরাজ। তবে এটাই প্রথম নয়। এর আগেও পাক নাগরিকদের মেডিক্যাল ভিসা মঞ্জুর করেছেন সুষমা স্বরাজ। ভারতের বিদেশমন্ত্রীর এই উদ্যোগ সহজেই মন জিতে নিয়েছে পাক নাগরিকদের।


আরও পড়ুন, "তোমরাই আমার পরিবার", জওয়ানদের সঙ্গে দীপাবলিতে মাতলেন মোদী