ওয়েব ডেস্ক: দিল্লি থেকে গ্রেফতার করা হল আল কায়দার সন্দেহভাজন জঙ্গি সৈয়দ মহম্মদ জিশান আলিকেl 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, সৌদি আরবের বাসিন্দা সৈয়দ মহম্মদ জিশান আলিকে বৃহস্পতিবার গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চl পুলিস সূত্রের খবর, আল কায়দার যে জঙ্গিরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ডেরা বেঁধে কার্যকলাপ চালাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলেন জিশান আলিl প্রসঙ্গত, ২০১৬ সালের জুন মাস থেকে জিশান আলির খোঁজ শুরু করে গোয়েন্দারাl 


জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, জামশেদপুরের বাসিন্দা জিশান সৌদি আরব থেকেই জঙ্গি নেটওয়ার্ক চালাতl ধৃতের ভাই সৈয়দ মহম্মদ আরশিয়ানও বেশ কিছু জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলে জানাচ্ছে ভারতীয় গোয়েন্দা বিভাগl উল্লেখ্য, ২০০৭ সালে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মূল চক্রী কাফিল আহমেদের বোন সাবিল আহমেদকে বিয়ে করে এই জিশান (তথ্য ঋণ- 'দ্য হিন্দু')।