ওয়েব ডেস্ক : খারিজ হয়ে গেল জামিনের আর্জি। আদালতের নির্দেশে জেলে গেলেন তাপস পাল। রোজভ্যালি মামলায় তৃণমূল সাংসদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ভুবনেশ্বরের আদালত। তবে আজকের সওয়ালে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোজ ভ্যালির  ফিল্ম ডিভিশনের অ্যাডভাইসরি বোর্ডের ডিরেক্টর ছিলেন তাপস পাল। কিন্তু আদতে ওই বোর্ডের কোনও অস্তিত্বই ছিল না।  আদালতে জানাল সিবিআই।  অথচ, ভুয়ো সংস্থার নামেই মোটা টাকা বেতন আর সুযোগ সুবিধা নিতেন তৃণমূল সাংসদ। তবে সে সব এখন অতীত। আদাতলের নির্দেশে আপাতত ঝাড়পদা জেলই টলি নায়কের ঠিকানা।


আরও পড়ুন, ED-র চিঠিতে মোট নাম ১১ জনের, প্রথম ২ গ্রেফতার, এবার কারা?