`শৃঙ্খলাভঙ্গের অপরাধে` বহিস্কৃত `বিদ্রহী` বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব
চাকরি থেকে বহিস্কৃত হলেন `বিদ্রহী` বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। কোর্ট মার্শাল করে `বাহিনীর শৃঙ্খলা` ভাঙার অপরাধে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাস তিনেক আগে সীমান্তে প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত জওয়ানদের জন্য সরকার প্রদত্ত খাবারের `অত্যন্ত নিম্ন মানে`র বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসেন বিএসএফের কনস্টেবল পদমর্যাদার জওয়ান তেজবাহাদুর। সেই ভিডিওকে ঘিরে সারা দেশ জুড়ে শুরু হয় প্রবল বিতর্ক। অতন্দ্র প্রহরীর মতো যেসব জওয়ানরা উদয়াস্ত দুচোখের পাতা এক না করে কর্তব্য করে চলেছেন, তাঁদের প্রতি সরকারের এহেন `উদাসীনতা`র প্রতি বিক্ষোভ ও ধিক্কার ঝড়ে পড়ে সমাজের বিভিন্ন অংশে। চাপের মুখে পড়ে সরকার বিভাগীয় তদন্তের কথা বলে। আর তারপর আজকের তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত সামনে আসে। (আরও পড়ুন- আলো নিভল লাল বাতির)
ওয়েব ডেস্ক: চাকরি থেকে বহিস্কৃত হলেন 'বিদ্রহী' বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। কোর্ট মার্শাল করে 'বাহিনীর শৃঙ্খলা' ভাঙার অপরাধে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাস তিনেক আগে সীমান্তে প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত জওয়ানদের জন্য সরকার প্রদত্ত খাবারের 'অত্যন্ত নিম্ন মানে'র বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসেন বিএসএফের কনস্টেবল পদমর্যাদার জওয়ান তেজবাহাদুর। সেই ভিডিওকে ঘিরে সারা দেশ জুড়ে শুরু হয় প্রবল বিতর্ক। অতন্দ্র প্রহরীর মতো যেসব জওয়ানরা উদয়াস্ত দুচোখের পাতা এক না করে কর্তব্য করে চলেছেন, তাঁদের প্রতি সরকারের এহেন 'উদাসীনতা'র প্রতি বিক্ষোভ ও ধিক্কার ঝড়ে পড়ে সমাজের বিভিন্ন অংশে। চাপের মুখে পড়ে সরকার বিভাগীয় তদন্তের কথা বলে। আর তারপর আজকের তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত সামনে আসে। (আরও পড়ুন- আলো নিভল লাল বাতির)