নিজস্ব প্রতিবেদন: রবিবার ICC T20 World Cup 2021 -এর মঞ্চে বিরাট বাহিনীকে (Virat Kohli) পরাজিত করেছেন বাবর আজমরা (Babar Azam)। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার ভারতকে (India) হারাল পাকিস্তান (Pakistan)। তাদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শ্রীনগরের একদল ছাত্র। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিসে অভিযোগও দায়ের হয়েছে। যাঁরা ওই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, এবার তাঁদের হুঁশিয়ারি দিল জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ULF)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জঙ্গি সংগঠনটির তরফে বলা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে কারা FIR দায়ের করেছেন, তা তারা জানেন। ওই ব্যক্তিদের সম্পর্কে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। ULF-এর হুঁশিয়ারি, যদি ৪৮ ঘণ্টার মধ্যে FIR না তোলা হয়, তবে অভিযোগকারীদের মারাত্মক ফল ভুগতে হবে। তাঁদের দেখে নেওয়া হবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাকিস্তানের জয়ে কাশ্মীরি ছাত্রদের আনন্দ উদযাপনের মুহূর্ত। আতসবাজি জ্বালিয়ে আনন্দে মেতে উঠেছিল পড়ুয়ারা। ঘটনার পর ওই সমস্ত ছাত্রদের বিরুদ্ধে UAPA আইনে দুটো মামলা দায়ের হয়। শ্রীনগর সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। ওই ধটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটকও করা হয়েছে।


আরও পড়ুন: Indian Navy: ডুবোজাহাজের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস! গ্রেফতার নৌসেনা কমান্ডার-সহ ৩


আরও পড়ুন: Tripura: ত্রিপুরায় ফের 'আক্রান্ত' তৃণমূল; গাড়ি ভাঙচুর-মারধর, বাধা পেয়ে আগরতলা ফিরলেন কুণাল


ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া UAPA মামলা তুলে নেওয়ার জন্য লেফটেন্যান্ট গভর্নরের কাছে আর্জি জানিয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (J-K Students Association)। অন্যদিকে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না। অভিযুক্তদের দেশের বিরুদ্ধে 'ষড়যন্ত্রকারী' বলে দাবি করেছেন তিনি। রবীন্দ্র রায়না বলেন, "মাতৃভূমির বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে। পাকিস্তানের জয়ে যারা কাশ্মীরে বসে জয়োল্লাস করেছে, তাদের বিরুদ্ধে FIR হয়েছে। পুলিস, NIA ও CID এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং এদের জেলে ভরা হবে।"   


ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ULF) কী?


ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ULF) হল সেই জঙ্গি সংগঠন, যারা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পরিযায়ী শ্রমিকদের হত্যা করেছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)