নিজস্ব প্রতিবেদন: চতু্র্থ দফায় তিনটি রাফাল বিমান এসে পৌঁছল ভারতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

France থেকে ফেরি চেপে তিনটি IAF Rafales সরাসরি ভারতে এসে পৌঁছল। UAE Air Force tanker থেকে Rafale বিমানগুলিতে জ্বালানিও ভরা হয়েছে। তিনটি বিমান Gujarat-য়ে এসে পৌঁছেছে। এই Mid-air refueling ব্যবস্থাও French Air Force-এর ব্যবহৃত পদ্ধতিতে করা।


মোট ৩৬টি  Rafale jet ভারতে আসবে। এর মধ্যে ২১টি চলে এল। এর মধ্যে IAF-এর ব্যবস্থাপনায় ১৪টি বিমান জলপথে পাঠানো হয়েছে। যার মধ্যে এবারের তিনটি বিমানও পড়ে। আশা করা যাচ্ছে, এই এপ্রিলে এবং আগামী মে মাসেই বাকি বিমানগুলি হাতে পেয়ে যাবে ভারত।


আরও পড়ুন: চিনের দুঃসাহসের পাল্টা তৈরি 'আকাশ', লাদাখে এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম


jetগুলি ফ্রান্সের Mérignac air base-য়ে পাঠিয়ে দেওয়া হয়। এখানে IAF বিমানচালক ও technicianদের প্রশিক্ষণ দেয়। এরপর তারাই সিদ্ধান্ত নেয়, পাকাপাকি ভাবে কবে জেটবিমানগুলি ভারতে পাঠানো হবে।


আরও পড়ুন: ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ভারতের