মহম্মদের কার্টুন আঁকায় মুণ্ডচ্ছেদ ফ্রান্সে
ছাত্রদের মহম্মদের কার্টুন দেখিয়ে সন্ত্রাসবাদীর হাতে মরলেন শিক্ষক
![মহম্মদের কার্টুন আঁকায় মুণ্ডচ্ছেদ ফ্রান্সে মহম্মদের কার্টুন আঁকায় মুণ্ডচ্ছেদ ফ্রান্সে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/17/282069-death.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফ্রান্সে একই ঘটনার পুনরাবৃত্তি।
এক ফরাসি শিক্ষক যিনি ক'দিন আগেই মহম্মদকে নিয়ে তাঁর আঁকা কার্টুন ক্লাসে ছাত্রদের দেখিয়েছিলেন তিনি সন্ত্রাসবাদীর হাতে নিহত হলেন। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ একে ইসলামি জঙ্গিদের কাজ বলে অভিহিত করেছেন। এবং বিষয়টির কড়া সমালোচনা করেছেন। হত্যাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। কিন্তু তার পরিচয় জানা যায়নি।
এই শিক্ষক প্যারিসের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের এক শহরতলিতে একটি মিডল স্কুলে কাজ করতেন। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফরাসি পুলিশ। সেখানে হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। কিন্তু সে বাদা দেয়। তখনই পুলিশ গুলি চালায়। এই ঘটনায় একজন নাবালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফ্রান্সের একটি পত্রিকার অফিসে একই কারণে জঙ্গিহানা হয়েছিল।
আরও পড়ুন: দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই ফ্রান্সে করোনা-কার্ফিউ