নিজস্ব প্রতিবেদন: ভারত-পাক উত্তেজনার মধ্যেই আজ ওয়াগা সীমান্ত দিয়ে ঘরে ফিরছেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান। এরজন্য বিটিং দ্যা রিট্রিট বন্ধ রাখল সীমান্তরক্ষী বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সন্ত্রাসে মদত বন্ধ না-করলে পাকিস্তানিদের ভিসা নয়, আবেদন আজমেঢ় শরিফের


প্রতিদিন সীমান্তরক্ষী বাহিনীর বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠান দেখতে ওয়াগা সীমান্তে জড়ো হন বহু মানুষ। সন্ধ্যেয় সূর্যাস্তের আগে দুদেশের পতাকা উত্তোলন করা হয় কুচকাওয়াজের মাধ্যমে। গত পঞ্চান্ন বছর এই অনুষ্ঠান করে আসছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। অনুষ্ঠান দেখতে প্রচুর লোকের সমাবেশ হয়।  



এদিন সকাল থেকেই অভিনন্দন বর্তমান-কে স্বাগত জানাতে সেখানে ভিড় করেছেন বহু মানুষ। এই অবস্থায় আইন শৃঙ্খলার অবণতির কথা মাথায় রেখে ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।


আরও পড়ুন-“পাকিস্তানি সংবাদমাধ্যমের ভাষায় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়”


উল্লেখ্য, দুপুর ৩-৪টে নাগাদ ওয়াগা সীমান্তে এসে পৌঁছাবেন অভিনন্দন বর্তমান। ইসলামাবাদ থেকে তাঁকে লাহোরে নিয়ে আসা হয়েছে। সেখানে থেকে সড়কপথে তাঁকে ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেওয়া হবে। তাঁকে স্বাগত জানাতে ওয়াঘা সীমান্তে এসে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার একটি প্রতিনিধি দল। সেখান থেকে অভিনন্দনকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।


সকাল থেকেও ওয়াঘায় শুরু হয়েছে উত্সব। মানুষজন জাতীয় পতাকা নিয়ে বাজনা বাজিয়ে অভিনন্দনের ফিরে আসা উজ্জাপন করছেন।