বিশ্ব সেরা ভারতের সিআইএসএফ
দুনিয়ার সেরা নিরাপত্তারক্ষীর সম্মান উঠল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) মাথায়। দিল্লি বিমানবন্দরে সিআইএসএফের কাজকর্মের জন্যই মূলত এই স্বীকৃতি দিল `ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস`। অপরাধমূলক ক্রিয়াকলাপ রুখে দেওয়ার মতো চরম পেশাদার বাহিনী হিসাবে কাজ করার পাশাপাশি সিআইএসএফ যত্রীদের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসও অত্যন্ত আন্তরিকভাবে খুঁজে রাখে, আর এর ফলেই জুটেছে এমন বিশ্ব সেরা তকমা। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকেই মুম্বাইতে ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেসের পক্ষ থেকে সিআইএসএফের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, মোট ৫৯টি আসমরিক বিমানবন্দরের নিরাপত্তার ভার সামলাচ্ছে ১.৮০ লক্ষ জওয়ানের এই বাহিনী। (আরও পড়ুন- প্রণব দা` বাবার মতো করে পথ দেখিয়েছেন, বললেন আবেগাপ্লুত মোদী)
ওয়েব ডেস্ক: দুনিয়ার সেরা নিরাপত্তারক্ষীর সম্মান উঠল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) মাথায়। দিল্লি বিমানবন্দরে সিআইএসএফের কাজকর্মের জন্যই মূলত এই স্বীকৃতি দিল "ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস"। অপরাধমূলক ক্রিয়াকলাপ রুখে দেওয়ার মতো চরম পেশাদার বাহিনী হিসাবে কাজ করার পাশাপাশি সিআইএসএফ যত্রীদের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসও অত্যন্ত আন্তরিকভাবে খুঁজে রাখে, আর এর ফলেই জুটেছে এমন বিশ্ব সেরা তকমা। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকেই মুম্বাইতে ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেসের পক্ষ থেকে সিআইএসএফের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, মোট ৫৯টি আসমরিক বিমানবন্দরের নিরাপত্তার ভার সামলাচ্ছে ১.৮০ লক্ষ জওয়ানের এই বাহিনী। (আরও পড়ুন- প্রণব দা' বাবার মতো করে পথ দেখিয়েছেন, বললেন আবেগাপ্লুত মোদী)