প্রণব দা' বাবার মতো করে পথ দেখিয়েছেন, বললেন আবেগাপ্লুত মোদী

একজন যখন সংসদীয় রাজনীতি শুরু করছেন অন্যজন তখন নিতান্তই তরুণ। ফারাক শুধু এখানেই নয়, দুজনের জীবন বয়েছে সম্পূর্ণ ভিন্ন খাতে। রাজনৈতিক বিশ্বাসেও আস্মান-জমিন ফারাক। প্রথম জন ইন্দিরা গান্ধীর 'স্নেহধন্য' আদ্যন্ত কংগ্রেসী, পরবর্তী কালে কংগ্রেসের 'চাণক্য', প্রায় সারা জীবন ধরে সামলেছেন বিভিন্ন হেভিওয়েট মন্ত্রক। আর দ্বিতীয় জন শুরুতে আরএসএসের প্রচারক, পরবর্তীকালে গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপির 'পোস্টার বয়'। প্রথম জন বর্তমানে দেশের প্রথম নাগরিক তথা বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দ্বিতীয় জন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলসের প্রথম বাঙালি বাসিন্দার আসন্ন বিদায় কালে তাঁকে বাঙালি রেওয়াজে 'প্রণব দা'' বলে উল্লেখ করে আবেগে সিক্ত হলেন নমো। মোদী বললেন, "বাবার মতো করে প্রণব দা' আমার অভিভাবকত্ব করেছেন"।

Updated By: Jul 3, 2017, 11:07 AM IST
প্রণব দা' বাবার মতো করে পথ দেখিয়েছেন, বললেন আবেগাপ্লুত মোদী

ওয়েব ডেস্ক: একজন যখন সংসদীয় রাজনীতি শুরু করছেন অন্যজন তখন নিতান্তই তরুণ। ফারাক শুধু এখানেই নয়, দুজনের জীবন বয়েছে সম্পূর্ণ ভিন্ন খাতে। রাজনৈতিক বিশ্বাসেও আস্মান-জমিন ফারাক। প্রথম জন ইন্দিরা গান্ধীর 'স্নেহধন্য' আদ্যন্ত কংগ্রেসী, পরবর্তী কালে কংগ্রেসের 'চাণক্য', প্রায় সারা জীবন ধরে সামলেছেন বিভিন্ন হেভিওয়েট মন্ত্রক। আর দ্বিতীয় জন শুরুতে আরএসএসের প্রচারক, পরবর্তীকালে গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপির 'পোস্টার বয়'। প্রথম জন বর্তমানে দেশের প্রথম নাগরিক তথা বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দ্বিতীয় জন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলসের প্রথম বাঙালি বাসিন্দার আসন্ন বিদায় কালে তাঁকে বাঙালি রেওয়াজে 'প্রণব দা'' বলে উল্লেখ করে আবেগে সিক্ত হলেন নমো। মোদী বললেন, "বাবার মতো করে প্রণব দা' আমার অভিভাবকত্ব করেছেন"।

রবিবারের রাইসিনা হিলসে উপলক্ষ্য ছিল প্রধানমন্ত্রী কর্তৃক 'প্রেসিডেন্ট প্রণব মুখার্জী- আ স্টেটসম্যান' নামক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। আর সেই অনুষ্ঠানকেই কার্যত প্রাক্তন হওয়ার চৌকাঠে দাঁড়ানো রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি তাঁর আবেগ প্রকাশের মঞ্চে পরিণত করলেন প্রধানমন্ত্রী মোদী। বরাবর গুজরাটের রাজনীতিতে স্বপ্রতিভ দেশের 'চাওয়ালা' প্রধানমন্ত্রী বললেন, "প্রণব দা'র হাত ধরে আমি দিল্লির রাজনৈতিক জীবনকে চিনেছি, এ যে আমার কত বড় সৌভাগ্য তা বলার নয়..."। তবে নবীন যে শুধু একাই বলে গেলেন তা নয়, নীরবতা ভেঙেছেন প্রবীনও। প্রণববাবু বললেন যে, মতাদর্শগত ফারাক থাকার জন্য আমরা উভয়ে খুব নিবিড়ভাবে কাজ করেছি। পাশাপাশি, এদিন প্রণব মুখোপাধ্যায়কে আক্ষরিক অর্থে একজন 'রাষ্ট্রনেতা' হিসাবেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। (আরও পড়ুন- "১৫ মাস আগেই সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করি...")

.