নিজস্ব প্রতিবেদন: Zee Entertainment-এর বোর্ড ZEEL-Sony Pictures সংযুক্তিকরণের চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের কথা জানানো হল বুধবার, যেদিন এই সিদ্ধান্তের ৯০-দিনের 'exclusive' মেয়াদ শেষ হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোর্ডে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, প্রথম পর্যায়ে, সোনির শেয়ারগুলি বিভক্ত করা হবে। তারপর এই দুটি সংস্থার সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হলে, নতুন সংস্থায় সোনির ৫০.৮৬ শতাংশ অংশীদারিত্ব থাকবে। ২২ শে সেপ্টেম্বর দুটি সংস্থার সংযুক্তিকরণের কথা প্রথম ঘোষণা করা হয়। এরপর Zee এবং Sony প্রক্রিয়াটি যথাযথভাবে পরিচালনা করার জন্য ৯০ দিন সময় নিতে সম্মত হয়। যার মেয়াদ শেষ হয় মঙ্গলবার, ২১ ডিসেম্বর।


একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, "Sony Pictures Networks India Private Limited (SPNI) এবং Zee Entertainment Enterprises Ltd. (ZEEL) বুধবার ঘোষণা করেছে যে তারা ZEEL-কে SPNI-র সঙ্গে সংযুক্তিকরণের করতে এবং তাদের লিনিয়ার নেটওয়ার্ক, ডিজিটাল সম্পদ, প্রোডাকশন অপারেশন এবং প্রোগ্রাম লাইব্রেরিগুলিকে একত্রিত করার জন্য একটি নিশ্চিত চুক্তি স্বাক্ষর করেছে।"


আরও পড়ুন: Jalpaiguri: অ্যাম্বুল্যান্সে অক্সিজেন শেষ! হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু করোনা রোগীর


এখন সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নতুন যৌথ কোম্পানি ভারতে সর্বজনীনভাবে তালিকাভুক্ত হবে। রেগুলেটরি, শেয়ারহোল্ডার, এবং তৃতীয় পক্ষের অনুমদন সহ শেষ মুহূর্তের নির্দিষ্ট কিছু প্রথাগত শর্ত সম্পূর্ণ হওয়ার পরই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


পুনিত গোয়েঙ্কা, এই যৌথ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নেতৃত্ব দেবেন। সংযুক্তিকরণের পর নতুন কোম্পানিতে পরিচালন পর্ষদের সংখ্যাগরিষ্ঠকেই সোনি গ্রুপ মনোনীত করবে। সেইসঙ্গে SPNI-র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও  এন.পি. সিং থাকবেন বোর্ড অফ ডিরেক্টর্সে। পরবর্তীকালে এন. পি. সিং SPE-তে Sony Pictures India-র চেয়ারম্যান হিসেবে একটি বৃহত্তর কার্যনির্বাহী পদ গ্রহণ করবেন। SPE-র গ্লোবাল টেলিভিশন স্টুডিও এবং SPE কর্পোরেট ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান শ্রী রবি আহুজাকে তিনি রিপোর্ট করবেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App